আজ (সোমবার, ১৪ জুলাই) পটুয়াখালীতে এক পথসভায় তিনি এসব কথা বলেন। এর আগে জুলাই পদযাত্রার ১৪তম দিনে এনসিপির কেন্দ্রীয় নেতারা জড়ো হন সার্কিট হাউজের সামনে।
নাহিদ ইসলাম বলেন, ‘আমরা বলেছিলাম, বাংলাদেশে মুজিববাদ একটি বিভাজন তৈরি করেছে। মুজিববাদ সংবিধান বাংলাদেশ রাষ্ট্রকে এগুতে দেয়নি। সেই মুজিববাদ সংবিধান, সেই বাহাত্তরের সংবিধানকে টিকিয়ে রাখতে চাচ্ছে এখন বিএনপি। বিএনপি এখন চাঁদাবাজদের দল তৈরি হয়েছে।’
পথসভায় নাহিদ বলেন, ‘আগামীর বাংলাদেশের রূপরেখা তৈরি করতে নাগরিক পার্টি মানুষের দ্বারে দ্বারে যাচ্ছে।’ তার অভিযোগ, মাফিয়া সিস্টেমকে পাহারা দেয়ার জন্য নতুন দলের আবির্ভাব হয়েছে। আমরা শুধু হাসিনার পতন চাইনি, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ চেয়েছি।
তিনি বলেন, ‘আমাদের দেশের মধ্যে বিভাজন সৃষ্টি করছে বাইরের শক্তি। তাই বিদেশি শত্রুর বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’
এসময় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, ‘জেলায় জেলায় ঘুরে মানুষের চাওয়া পাওয়ার ভিত্তিতে রাজনৈতিক ইশতেহার তৈরি করা হবে। ৩ আগস্ট শহিদ মিনারে আমরা জমায়েত হবো। পরবর্তী যুদ্ধ হবে আরো কঠিন।’ এসময় এনসিপির হাতকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি।
পটুয়াখালীতে পথসভা শেষ করে বরগুনার উদ্দেশে রওনা হন এনসিপির কেন্দ্রীয় নেতারা।