পতাকা বৈঠকের মাধ্যমে ৬ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করলো বিএসএফ

ঠাকুরগাঁও
ভারত থেকে ফেরত ৬ বাংলাদেশি
এখন জনপদে
0

ভারতের হরিয়ানা থেকে আটক ৬ বাংলাদেশি নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ (রোববার, ২০ জুলাই) দুপুর ১২টায় ঠাকুরগাঁওয়ের জগদল সীমান্তে এই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।

বিজিবি সূত্র জানায়, ঠাকুরগাঁও ব্যাটালিয়নের (৫০ বিজিবি) অধীন জগদল বিওপির সীমান্ত পিলার ৩৭৫-এর কাছে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে বেউরঝাড়ি বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার মো. সোলেয়মান আলীর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি বিজিবি প্রতিনিধিদল এবং ভারতের পক্ষে ১৮৪ মুকেশ বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার শ্রী সুভাষ চন্দ্রের নেতৃত্বে পাঁচ সদস্যের বিএসএফ প্রতিনিধিদল উপস্থিত ছিলেন।

বৈঠকে বিজিবি আটক বাংলাদেশিদের বিষয়ে জানতে চাইলে বিএসএফ তাদের আটকের সত্যতা নিশ্চিত করে এবং তাৎক্ষণিকভাবে বিজিবির কাছে হস্তান্তর করে।

আটক ব্যক্তিরা হলেন—ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী থানার হরিনমারী ইউনিয়নের মমিনটোলা গ্রামের মো. শফিকুল (২৪), বাদামবাড়ি গ্রামের মো. রেহান (১৯), বারাসাত গ্রামের মো. নাইম (১৭) ও মো. আলামিন (১৭), সুতকিয়াপাড়া গ্রামের মো. রাসেল (২১) এবং মুরমুলা গ্রামের মো. আনোয়ার (২২)।

তাদের পরিবারের বরাতে জানা যায়, এসব ব্যক্তি ৮ মাস থেকে ৪ বছর আগে হিলি সীমান্ত হয়ে অবৈধভাবে ভারতের সুতার মিলে কাজ করতে গিয়েছিলেন। গত ১৯ জুলাই হরিয়ানা জেলার সোনামতি এলাকায় অনুপ্রবেশকালে ভারতীয় দালাল চক্রের মাধ্যমে তারা আটক হন।

ঠাকুরগাঁও ৫০-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ জানান, পতাকা বৈঠকের মাধ্যমে আটককৃতদের দেশে ফিরিয়ে আনা হয়েছে। বর্তমানে তাদের বালিয়াডাঙ্গী থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

এনএইচ