সাতক্ষীরায় বাড়ির পাশের বাগান থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

সাতক্ষীরা
ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়
অপরাধ
এখন জনপদে
1

সাতক্ষীরার শ্যামনগরে বাড়ির পাশের বাগান থেকে আকরাম হোসেন নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল (সোমবার, ২১ জুলাই) দিবাগত রাত ১২টায় কাশিমাড়ী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের একটি বাগানে এ মরদেহ উদ্ধার করা হয়।

বাগানে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত আকরাম গোবিন্দপুর গ্রামের ইয়াকুব আলীর ছেলে।

শ্যামনগর থানার উপ-পরিদর্শক গিয়াসউদ্দিন জানান, নিহতের বাম পায়ের গোড়ালিতে কাটা এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তবে ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে।

এ ঘটনায় স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান তিনি।

এসএইচ