এসময় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে অভিযুক্ত নৌকা মালিক কাসেমকে নগদ ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ২ মাস বিনাশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করেন। এ অভিযানে প্রায় ২৫০ ঘনফুট বালু জব্দ করা হয়।
অপরদিকে, উপজেলার বিশরপাশা এলাকায় বালু বোঝাই একটি নৌকাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। স্থানীয় জনতার সহায়তায় আটকদের আজ দুপুরে বিশরপাশা পুলিশ তদন্ত কেন্দ্রে সোপর্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তদন্ত কেন্দ্রের দায়িত্বরত উপ-পরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম জানান, স্থানীয়দের সহায়তায় বালু বোঝাই নৌকাটি জব্দ করে তিনজনকে আটক করা হয়েছে। তারা বর্তমানে পুলিশ হেফাজতে আছেন এবং পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।
উপজেলা প্রশাসন জানিয়েছে, নদী ও পরিবেশ রক্ষায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং এ বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, মহাদেও নদ থেকে বালু উত্তোলনের বিরুদ্ধে আদালতের নিষেধাজ্ঞা থাকলেও দীর্ঘদিন ধরে একটি চক্র নিয়মিত অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। এতে নদীর স্বাভাবিক গতিপথ বাধাগ্রস্ত হচ্ছে এবং পরিবেশ বিপর্যয়ের ঝুঁকি বাড়ছে।