সকাল ১১টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে চাকসু নির্বাচনের দাবিতে সমবেত শিক্ষার্থীরা।
এ সময় নির্বাচনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা। এসময় বেশ কয়েকজন বক্তব্যও রাখেন। বক্তব্যে তারা অভিযোগ করেন, চাকসু নির্বাচনের দাবি জানালে প্রতিবারই প্রশাসন কেবল আশ্বাস দিয়ে গেছে কিন্তু কথা রাখেনি তারা।
এ সময় নির্বাচনের দাবিতে সব ছাত্র সংগঠনের দাবিকে অগ্রাহ্য করে বিপ্লবের সাথে প্রশাসন প্রহসন করছে বলেও অভিযোগ করেন তারা।
আরও পড়ুন:
বক্তারা বলেন, ছাত্রদের অধিকার আদায়ের সূতিকাগার চাকসু এখন কেবল ভাতের হোটেল হিসেবেই পরিচিত।
খান তালাত মাহমুদ রাফি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের বাজেটের টাকা কোন খাতে ব্যয় হয় তা জানার অধিকার ছাত্রদের রয়েছে। একইসাথে ছাত্রদের অধিকার আদায়ে ছাত্র প্রতিনিধিও ছাত্রদেরই নির্বাচিত করার অধিকার রয়েছে। তাই অবিলম্বে চাকসু নির্বাচন দিতে হবে।’
অন্যথায় ১ আগস্টের পর কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ার করেন তিনি।