সুনামগঞ্জে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

সুনামগঞ্জ
আবু সালেক (২৯)
এখন জনপদে
0

সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আজ (বৃহস্পতিবার, ৩১ জুলাই) দুপুরে ছাতকের চেচান নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম আবু সালেক (২৯)।

তিনি জেলার বিশ্বম্ভরপুর উপজেলার আমড়িয়া গ্রামের মকবুল হোসেনের ছেলে। তিনি সিলেটের একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট থেকে সুনামগঞ্জগামী মোটরসাইকেলটি সড়কের চেচান এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় মোটরসাইকেল থাকা ওই যুবক।

জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার চৌধুরী বলেন, ‘পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে এক যুবকের মৃত্যু হয়েছে। এরইমধ্যে নিহতের মরদেহসহ দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।’

সেজু