যৌথবাহিনীর অভিযানে জাফলংয়ে লুট হওয়া ২ হাজার ঘনফুট পাথর প্রতিস্থাপন

পাথর প্রতিস্থাপন
এখন জনপদে
0

সাদাপাথরের পর জাফলংয়েও শুরু হয়েছে লুট হওয়া পাথরের উদ্ধার ও প্রতিস্থাপনের কাজ। আজ (বৃহস্পতিবার, ১৪ আগস্ট) দুপুর থেকেই উপজেলা প্রশাসন বিজিবি, পুলিশকে সাথে নিয়ে চুরি হওয়া পাথর উদ্ধার অভিযানে নামে। দুপুর থেকে এখন পর্যন্ত অভিযানে প্রায় দুই হাজার ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে বলে জানান গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী।

তিনি বলেন, ‘উদ্ধারকৃত পাথর জাফলংয়ে আবার প্রতিস্থাপনের কাজও শুরু হয়েছে। যেখানে অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধ এবং প্রাকৃতিক সৌন্দর্য ফিরিয়ে আনতে তাদের এ পদক্ষেপ।’

আরও পড়ুন:

নির্বাহী কর্মকর্তা আরও বলেন, ‘এখন থেকে সিলেটের প্রকৃতি কন্যা জাফলংকে তার মতো করে রাখতে এ অভিযান ধারাবাহিকভাবে চলবে। সেই সঙ্গে এ ঘটনার সাথে যারাই জড়িত তাদের বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনের আওতায় নিয়ে এসে বিচারের মুখোমুখি করা হবে।’

সেজু