শেরপুরে বাসচাপায় পথচারীর মৃত্যু

ঘাতক বাস
অপরাধ
এখন জনপদে
1

শেরপুরের ঝিনাইগাতীতে যাত্রীবাহী বাসের চাপায় আশরাফ আলী (৮০) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে। আজ (শনিবার, ১৬ আগস্ট) সকাল ১১টায় ঝিনাইগাতী-শেরপুর সড়কের জোলগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আশরাফ জুলগাঁও গ্রামের মৃত শুক্কুর আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১১টায় শেরপুর থেকে ছেড়ে আসা ঝিনাইগাতীগামী পাপিয়া পরিবহনের (রেজি: নং: ঢাকা মেট্রো-জ-১৪-২১৩৯) একটি বাস উপজেলার জোলগাঁও এলাকায় পথচারী আশরাফ আলীকে চাপা দেয় এবং ঘটনা স্থলেই তিনি মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমীন জানান, ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে। তবে পালিয়ে গেছেন চালক ও হেলপার। এ ঘটনায় পরবর্তী আইনগত বিষয় প্রক্রিয়াধীন।

সেজু