মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১২ আগস্ট দুপুর ২টার দিকে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার লাউসা গ্রামের আবুল বাশার তার সিএনজি (নারায়ণগঞ্জ-থ ১১-১২৩৭) নিয়ে যাত্রীসহ বিশনন্দী ফেরিঘাটের উদ্দেশে রওনা হন। বিকেল ৩টার দিকে আড়াইহাজার থানার বিশনন্দী ইউনিয়নের কড়ইতলা এলাকার রামচন্দ্রদী ব্রিজের পূর্ব ঢালে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গ্যাস সিলিন্ডারবাহী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-২৪-৪৬০৯) বেপরোয়া গতিতে ধাক্কা দিলে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়।
দুর্ঘটনাস্থলেই নিহত হন যাত্রী পানু বেগম (৪২) ও লিটন চন্দ্র দাস (৩২)। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নেয়ার পথে মারা যান সিএনজি চালক আবুল বাশার (৪৫) ও যাত্রী জাকির হোসেন (৫৫)।
আরও পড়ুন:
এছাড়া সোহাগী (১৮), রাবেয়া (৫০) ও রিয়া (১০) গুরুতর আহত অবস্থায় বর্তমানে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
র্যাব জানায়, ঘটনার পর ট্রাকচালক কাশেম পালিয়ে গেলেও র্যাব-১১ এর একটি গোয়েন্দা দল ছায়া তদন্ত শুরু করে তথ্য-উপাত্ত সংগ্রহ ও নজরদারির মাধ্যমে চালকের অবস্থান শনাক্ত করে। পরে আজ সকালে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার কাশেমকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জের আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র্যাব।