ভারতীয় ৬ নাগরিক হলেন, ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার মুরারই থানার বাসিন্দা মো. মন্নু শেখের ছেলে মো. দানেশ, মো. ভোদু শেখের মেয়ে সোনালী বেগম, সেরাজুল শেখের মেয়ে সুইটি বিবি, আজিজুল দেওয়ানের ছেলে কুরবান দেওয়ান, ইমাম দেওয়ান, মো. দানেশের ছেলে মো. সাব্বির।
দিল্লিতে ইটভাটায় কাজ করা নারী শিশুসহ ছয়জনকে ‘বাংলাদেশি’ হিসেবে দেখিয়ে ২৬ জুন কুড়িগ্রাম সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে পাঠায় বিএসএফ। পরে তারা চাঁপাইনবাবগঞ্জ এসে অবৈধভাবে বসবাস করছিলেন।
এর আগে ২৪ জুন ভারতীয় পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে কুড়িগ্রাম জেলার সীমান্ত দিয়ে পুশ ইন করে।
এরা পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বাসিন্দা এবং তারা ভারতের নাগরিক। খবর পেয়ে পুলিশ তাদের আটক করে।