কুমিল্লা হাইওয়ে ময়নামতি থানার এসআই আনিসুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার দুপুর ১২টার পর চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকামুখী একটি লরি পদুয়ার বাজার ইউটার্ন এলাকায় আসলে ইউটার্ন নিতে সিএনজিচালিত অটোরিকশা সামনে চলে আসে। এসময় অটোরিকশাকে বাঁচাতে গিয়ে একই সময় উল্টো পথে আসা একটি প্রাইভেট কারকে চাপা দেয় লরিটি। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রাইভেট কারে থাকা চার যাত্রীর।
তিনি জানান, নিহত ব্যক্তিরা গাড়ির চালক, আর যাত্রীদের মধ্যে স্বামী, স্ত্রী ও তাদের সন্তান ছিল। তাদের বিস্তারিত পরিচয় এখনও পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের সহযোগিতায় পুলিশ মরদেহ এবং দুর্ঘটনাকবলিত পরিবহন তিনটি উদ্ধার করে।
আরও পড়ুন:
এদিকে, চাপা পড়া সিএনজিচালিত অটোরিকশার যাত্রীদের আহত অবস্থায় উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।
দুর্ঘটনার কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রাম ও ঢাকামুখী লেনে তীব্র যানজট তৈরি হয়েছে। প্রায় ২ ঘণ্টার যানজটে দুর্ভোগে পড়েন দূরপাল্লার যাত্রী-চালকসহ বিভিন্ন মানুষ।
মরণফাঁদে পরিণত হওয়া এ ইউটার্নে এর আগেও বহু দুর্ঘটনার ঘটনা ঘটেছে এবং বহু মানুষ প্রাণ হারিয়েছেন বলেও জানা যায়।