এখন টিভিতে সংবাদ: মেহেরপুরে অনলাইন ক্যাসিনোর বিরুদ্ধে চিরুনি অভিযান ঘোষণা

কথা বলছেন পুলিশ সুপার মাকসুদা আখতার
এখন জনপদে
1

এখন টেলিভিশনে মেহেরপুরের অনলাইন ক্যাসিনো নিয়ে অনুসন্ধানীমূলক সংবাদ প্রচারের পর ক্যাসিনোর বিরুদ্ধে চিরুনি অভিযান ঘোষণা করলেন মেহেরপুরের পুলিশ সুপার মাকসুদা আখতার। আজ (সোমবার, ২৫ আগস্ট) দুপুরে পুলিশ লাইন মিলনায়তনে হারিয়ে যাওয়া ফোন ও মোবাইল ব্যাংকিং প্রতারণার উদ্ধারকৃত প্রকৃতি মালিকদের হাতে তুলে দেয়ার সময় এ ঘোষণা দেন তিনি।

পুলিশ সুপার মাকসুদা আখতার খানম বলেন, ‘আজ থেকে অনলাইন ক্যাসিনোর বিরুদ্ধে চিরুনি অভিযান চালানো হবে। যার মোবাইলে ক্যাসিনোর এ্যাপ অথবা কোন কিছু পাওয়া যাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে পুলিশ। আদালতের মাধ্যমে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। যারা এ ক্যাসিনোর সঙ্গে জড়িত থাকবে তাদের দুই বছরের কারাদণ্ড এবং এক কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ড হতে পারে।’

তিনি বলেন, ‘আপনারা সচেতন হয়ে যান যদি কারোর ফোনে এসব অ্যাপ থাকে অথবা কোনভাবে জড়িত থাকে কেউ তাহলে তাদের কোনোভাবেই ছাড় দেয়া হবে না।’

আরও পড়ুন:

এসময় মেহেরপুরে হারানো মোবাইল ও মোবাইল ব্যাংকিংয়ে খোয়া যাওয়া টাকা প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে হারিয়ে যাওয়া ১২২টি মোবাইল ফোন এবং মোবাইল ব্যাংকিং ও প্রতারণার মাধ্যমে খোয়া যাওয়া ১০ লাখ ১৮ হাজার ৩০০ টাকা প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়।

এসএস