বান্দরবানে সংস্কারের অভাবে অধিকাংশ বেইলি ব্রিজ পরিণত হয়েছে মৃত্যুফাঁদে

বান্দরবান
বান্দরবানের সড়কের বেইলি ব্রিজ
এখন জনপদে
0

পার্বত্য জেলা বান্দরবানে সংস্কারের অভাবে মৃত্যুফাঁদে পরিণত হয়েছে অভ্যন্তরীণ বিভিন্ন সড়কের অধিকাংশ বেইলি ব্রিজ। প্রতিদিন এসব বেইলি ব্রিজ দিয়ে চলাচল করছে হাজারো মানুষ। ঝুঁকিপূর্ণ ব্রিজগুলো দ্রুত সংস্কার করা না হলে যে কোনো সময় ঘটতে পারে নানা দুর্ঘটনা।

বান্দরবানের রুমা, রোয়াংছড়ি, থানচি, লামা, ও আলীকদমসহ প্রায় প্রতিটি উপজেলায় রয়েছে ছোট বড় অসংখ্য বেইলি ব্রিজ। দীর্ঘদিন মেরামতের অভাবে ঝুঁকিপূর্ণ হয়ে মৃত্যুফাঁদে পরিণত হয়েছে ব্রিজগুলো।

আশির দশকে নির্মিত এসব ব্রিজের কোনো অংশ ধসে পড়েছে, কোথাও বা খুলে গেছে লোহার পাটাতন আবার কোথাও পচে গেছে কাঠ। এ অবস্থায় বালুর বস্তা ও লোহার পাটাতন দিয়ে কোনমতে মেরামত করে চলছে কাজ। ঝুঁকিপূর্ণ এসব সেতুর ওপর দিয়ে প্রতিদিন চলাচল করছে ছোট বড় অসংখ্য যানবাহন।

দ্রুত সংস্কার করা না হলে যে কোনো সময় ব্রিজ ভেঙে ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা। বন্ধ হয়ে যেতে পারে সড়ক যোগাযোগ ব্যবস্থা। তাই সেতুগুলোর সংস্কারসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি চালক, পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের।

আরও পড়ুন:

বাসিন্দারা জানান, ভাঙা এ ব্রিজ দিয়ে তাদের চলাফেরা করতে অনেক সমস্যা হচ্ছে। ব্রিজগুলোতে মরিচা পড়ে গেছে, এগুলো আর গাড়ি চলাচলের উপযোগী নেই বলে জানান তারা।

সমস্যা সমাধানে বান্দরবান, রাঙামাটি সড়কে পাঁচটি বেইলি ব্রিজ আরসিসি সেতুতে রূপান্তর করা হবে বলে জানান সড়ক ও জনপথের এ কর্মকর্তা।

বান্দরবান সড়ক ও জনপদ বিভাগ নির্বাহী প্রকৌশলী সাখাওয়াত হোসেন বলেন, ‘এরইমধ্যে আমাদের বিভিন্ন সড়কের বেইলি ব্রিজগুলো স্থায়ী সেতুতে রূপান্তর করা হয়েছে। ঝুঁকিপূর্ণ এ বেইলি সেতু আরসিসি স্থায়ী সেতুতে রূপান্তরের জন্য একটি প্রস্তাব পাঠানো হয়েছে।’

সড়ক ও জনপথ বিভাগের তথ্য মতে, বান্দরবান জেলায় অস্থায়ীভাবে নির্মিত গুরুত্বপূর্ণ আটটি সড়কে ১৫৯টি বেইলি ব্রিজ আছে। এর মধ্যে নতুন আরসিসি সেতু নির্মিত হয়েছে ৮৭টি। বাকী ৭২টি ঝুঁকিপূর্ণ সেতুর মধ্যে মারাত্মক ঝুঁকিপূর্ণ সেতু ৫৪টি।

এফএস