তিনি বলেন, ২৫ আগস্ট হাইকোর্ট থেকে তাকে জামিন দেয়া হয় এবং হাইকোর্ট থেকে জামিনের কাগজপত্র পেয়ে তাকে আজ সকালে কারাগার থেকে মুক্তি দেয়া হয়।
প্রসঙ্গত, ৫ আগস্টের অভ্যুত্থানের পর তার বিরুদ্ধে বান্দরবান সদর থানায় বিএনপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নেতারা ৫টি মামলা দায়ের করেন।
আরও পড়ুন:
মামলা দায়েরের পর থেকে লক্ষ্মীপদ দাশ বান্দরবান থেকে গা ঢাকা দিয়ে ঢাকা শহরে লুকিয়ে থাকেন।
এর আগে মঙ্গলবার (২৫ মার্চ) সকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। পরে বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে ম্যাজিস্ট্রেট জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেন।