আজ (বৃহস্পতিবার, ২৮ আগস্ট) দুপুরে স্থানীয়রা দীরেন্দ্র ঘোষের মরদেহ উদ্ধার করে। ওই দুই সহোদর উপজেলার ধনপুর ইউনিয়নের সহিলা ঘোষপাড়া গ্রামের মৃত রাজেন্দ্র ঘোষের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল (বুধবার, ২৭ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে আপন দুই ভাই বাড়ির পাশে ধনু নদীতে জাল নিয়ে মাছ ধরতে যায়। গভীর রাত হয়ে গেলেও তারা বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। যদিও সঙ্গে থাকা মাছের পাত্র পাওয়া গেলেও দুই ভাইয়ের কোনো সন্ধান মেলেনি।
পরে পরিবারের লোকজন ইটনা থানাকে অবহিত করেন। পরে আজ দুপুর ৩টার দিকে স্থানীয়রা পানিতে জাল ফেলে বড় ভাই দীরেন্দ্র ঘোষের মরদেহ উদ্ধার করে।
দীরেন্দ্র ঘোষের ছেলে বিজন ঘোষ বলেন, ‘বাবা ও কাকা সন্ধ্যার দিকে মাছ ধরতে গিয়েছিলেন। বাড়িতে না ফেরায় আমরা সারারাত খোঁজাখুঁজি করেছি। আজ দুপুরে বাবার মরদেহ উদ্ধার করা হয়েছে। ছোট কাকা এখনও নিখোঁজ রয়েছে।’
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর ইকবাল বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়েরি করা হয়েছে। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’