নারায়ণগঞ্জে অ্যাম্বুলেন্সে আগুন, চালক দগ্ধ

নারায়ণগঞ্জ
অ্যাম্বুলেন্সে আগুন
এখন জনপদে
0

নারায়ণগঞ্জ শহরের ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে অ্যাম্বুলেন্সে রোগী তোলার আগমুহূর্তে সিলিন্ডার লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ (বৃহস্পতিবার, ২৮ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে। এতে করে অ্যাম্বুলেন্সের চালক বিজয় (৩০) আহত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন।

তিনি জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মাত্র ১০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, অ্যাম্বুলেন্সটি রোগী নিয়ে ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলো। রোগী ও নবজাতককে গাড়িতে তোলার আগমুহূর্তে চালক ইঞ্জিন চালু করলে হঠাৎ আগুন লেগে যায়। গাড়িতে গ্যাস সিলিন্ডার থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

আব্দুল্লাহ আল আরিফিন বলেন, ‘আগুন লাগার সময় হাসপাতালের ভেতরে রোগী ও স্বজনদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে দ্রুত নিয়ন্ত্রণে আনার ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। আহত চালককে প্রাথমিক চিকিৎসা শেষে বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।’

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

এসএস