আটককৃতরা হলেন, বিরামপুর পৌরশহরের চাঁদপুর এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম বকুল(৫২), একই এলাকার শিমলতলী গ্রামের আব্দুল হান্নানের ছেলে আবু হোসেন মোস্তফা কামাল(২৯), রংপুর মিঠাপুকুর এলাকার ওমর আলীর ছেলে সাখাওয়াত হোসেন(৫২) নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার তোতা মিয়ার ছেলে কামরুল হোসেন(৪১) একই এলাকার আম্বর আলীর ছেলে মাসুদ রানা অরফে শুভ।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মমতাজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন:
পুলিশ জানায়, গত আগস্ট মাসে ঢাকার নারায়ণগঞ্জ এলাকা থেকে একটি প্রাইভেট কার ছিনতাই হয়। সেই প্রাইভেট কারটি কয়েকদিন ধরেই বিরামপুর কলেজ বাজার এলাকায় অবস্থান করছিল। আজ বিকেলের দিকে বিরামপুর এলাকার এক ব্যক্তির কাছে বিক্রয়ের চেষ্টা করেন।
এসময় ক্রয়কৃত ব্যক্তি নারায়ণগঞ্জে বিআরটিএতে ফোন দিয়ে প্রাইভেট কারের আসল মালিকের সাথে কথা বলে। কথার ফাঁকে ওই ব্যক্তিকে তাদের প্রাইভেট কারটি ছিনতাইয়ের বিষয়টি অবগত করলে তারা দ্রুত পুলিশকে অবগত করেন। পরে পুলিশ এসে প্রাইভেট কারসহ তাদের আটক করে থানায় নিয়ে আসেন।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মমতাজুল হক বলেন, ‘চোরায় গাড়ি বিক্রয়ের সময় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদকসহ চোরচক্রের পাঁচ সদস্যকে আটক করা হয়েছে। পরে জেলা পুলিশ সুপারের নির্দেশে গাড়িসহ তাদের জেলা ডিবি কার্যালয়ে প্রেরণ করা হয়েছে।’