হামলায় জড়িত থাকা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে চাকুরিচ্যূত করে বিচারের আওতায় আনার দাবি করেন বিক্ষোভকারীরা।
এ সময় বিক্ষোভকারীরা জানান, জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে ভিপি নুরের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে পুলিশ ও সেনাবাহিনীর যে যৌথ হামলা চালিয়েছে তা অত্যন্ত ন্যাক্কারজনক।
আরও পড়ুন:
তারা আরও জানান, ভিপি নুর শুধু কোনো রাজনৈতিক দলের নয়, তিনি জুলাই অভ্যুত্থানের সহযোদ্ধা। তার ওপর হামলা মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলার শামিল। আমরা চাই অতিদ্রুত যারা হামলার সঙ্গে জড়িত সেইসব পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে চাকুরিচ্যূত করে বিচারের আওতায় আনতে হবে।
দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় না আনলে ফ্যাসিবাদবিরোধী ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে জাতীয় পার্টি ও ১৪ দলের পুনর্বাসনকারীদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোর আন্দোলনের হুশিয়ারীও দেন তারা।