‘ফ্যাসিবাদীদের পক্ষ নিয়েই নুরসহ নেতাকর্মীদের ওপর হামলা হয়েছে’

মুহাম্মদ রাশেদ খান
রাজনীতি
0

ভারতপ্রীতি ও ফ্যাসিবাদীদের পক্ষ নিয়েই গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলা হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। একইসঙ্গে তিনি অনতিবিলম্বে জাতীয় পার্টির রাজনীতি বন্ধের দাবি জানান।

আজ (বুধবার, ৩ সেপ্টেম্বর) বিকেলে তিন দফা দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে জনসভায় তিনি এ কথা বলেন।

রাশেদ বলেন, ‘স্বৈরাচারবিরোধী আন্দোলনের অগ্রনায়ক নুরুল হক নুরের ওপর অতর্কিত হামলা চলতি সরকারের অন্যতম ন্যাক্কারজনক কাজ। গেল সরকার আমলে আওয়ামী লীগের একান্ত সহযোগী হিসেবেই জাতীয় পার্টি সক্রিয় ছিল।

আরও পড়ুন:

দেশে জাতীয় পার্টির কোনো রাজনৈতিক অধিকার নেই বলেও জানান তিনি।

সমাবেশ চলাকালে চারপাশের যান চলাচল বন্ধ থাকে। পরে আগামী (শুক্রবার, ৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় শাহবাগে ফ্যাসিবাদবিরোধী শক্তির সংহতি সমাবেশের ঘোষণা দিয়ে কর্মসূচি প্রত্যাহার করা হয়।

এসএস