চট্টগ্রামের দুই নম্বর গেট এলাকায় সড়ক অবরোধ করে ছাত্রজনতার বিক্ষোভ

চট্টগ্রাম
চট্টগ্রামে ছাত্র-জনতার সড়ক অবরোধ-বিক্ষোভ
এখন জনপদে
0

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামের দুই নম্বর গেট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

আজ (শনিবার, ৩০ আগস্ট) সাড়ে ১১টার পর থেকে বীর চট্টলার বিপ্লবী ছাত্র-জনতার ব্যানারে তারা এ অবরোধ কর্মসূচি পালন করেন। এসময় সড়কে টায়ার জ্বালিয়ে স্লোগান দেন তারা, বন্ধ হয়ে যায় যান চলাচল।

আরও পড়ুন:

বিক্ষোভকারীরা জানান, সাবেক ভিপি নুরের ওপর হামলা করে ফ্যাসিবাদকে পুনর্বাসনের স্বপ্ন দেখছে একটি পক্ষ। এ সময় বিক্ষোভকারীরা অবিলম্বে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি জানান।

জাপা ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে ঘাপটি মেরে থাকা আওয়ামী লীগের দোসরদের ওপর ভর করে ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেন তারা। এ সময় হুঁশিয়ারি দিয়ে বলা হয়, বিপ্লবী জনতা এটি কখনো হতে দেবে না।

এসএইচ