নুরুল হক নুরকে মারধর: সিরাজগঞ্জে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল

সিরাজগঞ্জ
মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল
এখন জনপদে
1

ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপরে হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে সিরাজগঞ্জে বিক্ষোভ করেছেন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। এ সময় তারা যমুনা সেতু মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ (শনিবার, ৩০ আগস্ট) বেলা পৌনে ১২টার দিকে যমুনা সেতুর পশ্চিম গোলচত্বরে অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধ করেন তারা।

টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। এ সময় তারা হামলাকারীদের গ্রেপ্তার এবং জাতীয় পার্টি নিষিদ্ধ ও জিএম কাদেরে গ্রেপ্তার দাবি করেন।

আরও পড়ুন:

১৫ মিনিটের অবরোধ কর্মসূচি শেষে বিক্ষোভ মিছিল নিয়ে মহাসড়ক থেকে সরে যান নেতাকর্মীরা।

অবরোধ চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মহাসড়কে অবস্থান নেন। অবরোধের কারণে যানজট সৃষ্টি হয় মহাসড়কের দুই প্রান্তে, এতে ভোগান্তিতে পড়েন পথচারীরা।

ইএ