এসময় তিনি বলেন, আগামী ৮ সেপ্টেম্বর শেরপুর সদরে দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্তৃক গণ-শুনানি অনুষ্ঠিত হবে। এদিন সদর উপজেলার ৮০ টিরও বেশি সরকারি ও বেসরকারি কার্যালয়ের দপ্তর প্রধানরা উপস্থিত থাকবেন। ইতিমধ্যে শেরপুর জেলা শহরের তিনটি গুরুত্বপূর্ণ পয়েন্ট কলেজ মোড়, ডিসি গেইট, থানা মোড়ে আমাদের বুথ স্থাপন করা হয়েছে। এসব বুথ থেকে সাধারণ মানুষ গণ-শুনানি বিষয়ে বিশদ তথ্য এবং অভিযোগের ফরম সংগ্রহ করতে পারবে।
দুদকের এ কর্মকর্তা জানান, গণশুনানিতে অংশগ্রহণ ও অভিযোগ প্রদানের জন্য অভিযোগকারী ভুক্তভোগীগণ আগামী ৬ সেপ্টেম্বর ২০২৫ তারিখের মধ্যে দুর্নীতি দমন কমিশন সম্মানিত জেলা কার্যালয় জামালপুর বরাবর অভিযোগ দায়ের করতে পারবেন। পাশাপাশি দুর্নীতির অপরাধ যেমন ঘুষ, অবৈধ সম্পদ অর্জন, অর্থ-পাচার, ক্ষমতার অপব্যবহার, সরকারি সম্পদ ও অর্থ আত্মসাৎ এসব বিষয়ে সরাসরি বা লিখিত অভিযোগ গ্রহণ করা হবে। তিনি সাংবাদিকদের আশ্বস্ত করে বলেন, বিগত দিনের থেকে ৫ আগস্ট পরবর্তী দুর্নীতি দমন কমিশন জামালপুর সমন্বিত কার্যালয়ের প্রতিটি কর্মকর্তা অত্যন্ত চৌকস ও সৎ এবং তারা যেকোনো অভিযোগের বিষয়ে ব্যবস্থা গ্রহণ করতে বদ্ধপরিকর।
আরও পড়ুন:
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন সোহেল, প্রচার সম্পাদক জাহিদুল খান সৌরভ, দপ্তর সম্পাদক নাঈম ইসলাম, সাংবাদিক সুলতান মাহমুদ ময়না এবং তারিকুল ইসলাম।
সভায় দুর্নীতি দমন কমিশন সমন্বিত সম্মানিত জেলা কার্যালয় জামালপুরের সহকারী পরিচালক মো. কামরুজ্জামান, উপ-সহকারী পরিচালক মো. জাহিদুল ইসলাম এবং উপ-সহকারী পরিচালক মো. আতিউর রহমান উপস্থিত ছিলেন।