আজ (শনিবার, ৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে মাইক্রোবাসটি চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে অংশ নিতে যাওয়ার পথে এ দুর্ঘটনা পড়ে। মূলত নিজের লেন ছেড়ে বিপরীত লেনে বেপরোয়া গতির যাত্রীবাহী বাসটি ঢুকে পড়লে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- রাঙামাটির শহরের স্বর্ণটিলা জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ ইসমাইল, তার দুই ছেলে মুহাম্মদ ইলিয়াস ও মুহাম্মদ লিটন এবং মাইক্রোবাস চালক মো. সেলিম। তবে আহত আরেক জনের নাম জানা যায়নি।
আরও পড়ুন:
আহতদের মধ্যে মাইক্রোবাসের চালকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্থানীয়রা। দুর্ঘটনার পরপর উপস্থিত জনতা আহত মাইক্রোবাসের চালক ও যাত্রীদের উদ্ধার করে রাউজান জেকে হাসপাতালে পাঠান।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়কের কাউখালী উপজেলার বেতবুনিয়া গোদারপাড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে। রাঙামাটি থেকে ছেড়ে যাওয়া ওই মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মাইক্রোবাসটির পাঁচ যাত্রী কমবেশি আহত হয়েছেন।
এসময় মাইক্রোবাসের সামনের অংশ যাত্রীবাহী বাসের নিচে ঢুকে পড়ে। তবে নিরাপদে ছিলেন বাসের যাত্রীরা।