এ ঘটনায় আজ (শনিবার, ৬ সেপ্টেম্বর) দুপুরে ইমরান হোসেন বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
আরও পড়ুন:
তথ্য সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার কারণে আওয়ামী লীগ পদধারী শিমুল, রাজু সরদার, আশরাফ প্রামানিক, সুমন, মাসুদ, শিপু বিশ্বাস, রাব্বিসহ ১৫ থেকে ২০ জন অস্ত্রশস্ত্র নিয়ে বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এছাড়াও ঘরে থাকা স্বর্ণালংকার এবং টাকা পয়সা লুট করে। পাশাপাশি প্রাণনাশের হুমকিও দিয়ে যান তারা। এ ঘটনার পর থেকে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
সদর থানার ওসি ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’