সংস্কার ও বিচার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: অধ্যাপক আশরাফ আলী

অধ্যাপক আশরাফ আলী আকন
রাজনীতি
এখন জনপদে
1

সংস্কার ও বিচার ছাড়া কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন। আজ (শনিবার, ৬ সেপ্টেম্বর) বিকেলে শহরের পাবলিক লাইব্রেরি মাঠে জেলা শাখা আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সংস্কার ও বিচার ছাড়া কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আবার পিআর পদ্ধতি ছাড়া জনমতের পূর্ণ প্রতিফলন ঘটে না।’ এ লক্ষ্যে প্রয়োজনে গণভোট আয়োজনের পরামর্শও দেন তিনি।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পিআর (সংখ্যানুপাতিক) পদ্ধতিতে আয়োজন এবং নির্বাচন-পূর্ব সংস্কার ও বিচার দাবিতে কুষ্টিয়ায় গণসমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এসময় বক্তব্য রাখেন দলটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন।

তিনি বলেন, ‘দেশ আজ রাজনৈতিক সংকটে রয়েছে। স্বাধীনতার পর কোনো সরকারই প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠায় সফল হয়নি।’

আরও পড়ুন:

ভবিষ্যতে যেন স্বৈরাচার, দুর্নীতিবাজ ও লুটেরা শ্রেণি রাষ্ট্রক্ষমতা ব্যবহার করে জনগণের অধিকার না কেড়ে নিতে পারে—এ জন্য জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার পাশাপাশি আগামী নির্বাচনে ‘হাতপাখা’ প্রতীকে ভোট দিয়ে ইসলামী শাসন প্রতিষ্ঠায় অংশ নেওয়ারও আহ্বান জানান তিনি।

গণসমাবেশে দলটির জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আহম্মদ আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফুল ইসলাম, কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের এমপি প্রার্থী মুফতি আমিনুল ইসলাম, কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আলী এবং কুষ্টিয়া-৪ আসনের এমপি প্রার্থী আলহাজ্ব মো. আনোয়ার খানসহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ইএ