বকেয়া বেতনের দাবিতে রূপগঞ্জে সড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট

নারায়ণগঞ্জ
সড়ক অবরোধ
এখন জনপদে
0

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়কের বরপা এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এএসবিএরএম নামে একটি স্টিল কারখানার শ্রমিকরা। আজ (বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর) দুপুরে তারা সড়কের দুপাশের যান চলাচল বন্ধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করলে মহাসড়কের দুদিকে প্রায় ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।

শ্রমিকরা অভিযোগ করেন, টানা তিন মাস ধরে কারখানা কর্তৃপক্ষ তাদের বেতন-ভাতা পরিশোধ করেনি। এদিন তারা বকেয়া বেতনের দাবি জানালে কর্তৃপক্ষ হঠাৎ করে কারখানা বন্ধ ঘোষণা করে। এতে ক্ষুব্ধ হয়ে শ্রমিকরা মহাসড়কে নেমে আসেন এবং অবরোধ কর্মসূচি শুরু করেন।

অবরোধ চলাকালে মহাসড়কে শত শত যানবাহন আটকে পড়ে দুর্ভোগে পড়েন যাত্রীরা।

আরও পড়ুন:

এক শ্রমিক বলেন, আমাদের তিন মাসের বেতন দেয়া হয়নি। আজ দাবি জানালে উল্টো কারখানা বন্ধ করে দেয়া হয়। বাধ্য হয়েই আমরা রাস্তায় নেমেছি।

আরেক শ্রমিক ক্ষোভ প্রকাশ করে বলেন, বেতন ছাড়া সংসার চালানো অসম্ভব। যতক্ষণ না টাকা দেয়া হবে আমরা আন্দোলন চালিয়ে যাবো।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। প্রায় দুই ঘণ্টা অবরোধের পর শ্রমিকরা দাবি পূরণের আশ্বাস পেয়ে বিকেলের দিকে সড়ক থেকে সরে যান।

রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম জানান, অবরোধের কারণে মহাসড়কের দুপাশে প্রায় ১০ কিলোমিটার এলাকা জুড়ে যানজট সৃষ্টি হয়। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।

সেজু