পরাজয় সুনিশ্চিত জেনেই ছাত্রদল নির্বাচন বর্জন করেছে: শিবিরের ভিপি প্রার্থী আরিফ

ছাত্রশিবিরের প্রেস ব্রিফিং
ক্যাম্পাস
শিক্ষা
1

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জাকসু) নির্বাচনে পরাজয় সুনিশ্চিত জেনেই ছাত্রদল নির্বাচন বর্জন করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ভিপি প্রার্থী আরিফ উল্লাহ। তিনি অভিযোগ করেন, বিএনপিপন্থি তিনজন শিক্ষকও একই কারণে দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন।

আজ (বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর) বিকেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হলের কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে এসব তথ্য জানান শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের প্রার্থী আরিফ উল্লাহ।

জাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্রার্থীদের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তুলে তিনি জানান, নির্বাচনে এমন কিছুই ঘটেনি, যাতে অংশ না নিয়ে বর্জন করতে হয়।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সমন্বিত শিক্ষার্থী জোটের প্রার্থীরা দাবি করেন, সকাল থেকে ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে এবং হলগুলোতে অবস্থান নিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা ভোটারদেরকে ‘ম্যানিপুলেট’ করার চেষ্টা করেছে।

আরও পড়ুন:

তারা দাবি করেন, শিবির সমর্থিত প্রার্থীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছে তারা।

শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের জিএস প্রার্থী মাজহারুল ইসলাম বলেন, ‘তারা দাবি করেছে ওএমআর মেশিন যে প্রতিষ্ঠান থেকে আনা হয়েছে সেটি নাকি জামায়াতের প্রতিষ্ঠান, ওনার রাজনৈতিক পরিচয় আসলে বিএনপি ব্যাকগ্রাউন্ডের।’

এসএস