শেরপুরে নিখোঁজের ২ দিন পর শিশুর মরদেহ উদ্ধার

শিশু ইলিয়াস উদ্দিন
এখন জনপদে
0

শেরপুরের ঝিনাইগাতীতে নিখোঁজের দুইদিন পর ১০ বছর বয়সী এক শিশুর মরদেহ নদী থেকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল (বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার গান্ধিগাঁও কালীস্থান সংলগ্ন কালঘোষা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ওই শিশুর নাম ইলিয়াস উদ্দিন। সে উপজেলার গান্ধিগাঁও এলাকার কালু গাজীর ছেলে এবং স্থানীয় একটি স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ জানায়, গত বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে খেলতে গিয়ে নিখোঁজ হয় ইলিয়াস। অনেক খোঁজাখুঁজির পর তার সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে ঝিনাইগাতী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

আরও পড়ুন:

এদিকে গতকাল গভীর রাতে বাড়ির পাশের নদীতে শিশুটির মরদেহ ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে প্রেরণ করে।

এ বিষয়ে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন বলেন, ‘শিশুটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহ গুম করার উদ্দেশে নদীতে ফেলে দেয়া হতে পারে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

এসএস