চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২

চট্টগ্রাম
প্রতীকী ছবি
এখন জনপদে
0

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ায় যাত্রীবাহী বাস ও পিকআপের সংঘর্ষে পিকআপ চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। আজ (শনিবার, ১৩ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে পটিয়ার জলুয়ার দিঘী পাড়ে এ ঘটনা ঘটে।

নিহত পিকআপ চালকের নাম আবদুল কাদের। তার বাড়ি নোয়াখালী জেলায়। পুলিশ জানায়, যাত্রীবাহী পূরবী পরিবহনের বাস কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী ও পিকআপটি টাইলস নিয়ে কক্সবাজারের দিকে যাচ্ছিল। এক পর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটির সঙ্গে বাসের সংঘর্ষ হয়।

আরও পড়ুন:

এতে পিকআপের সামনের অংশ একেবারেই দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে চালক মারা যান। তবে বাসের তেমন কোনো ক্ষতি হয়নি। পরে ফায়ার সার্ভিস এসে মরদেহ উদ্ধার করে।

সেজু