মানববন্ধনে শিক্ষার্থীরা জানান, মেডিকেল কলেজ থেকে ১৫ কিলোমিটার দূরে সুনামগঞ্জ শহরে এসে ক্লিনিক্যাল ক্লাস করার জন্য কোন পরিবহনের ব্যবস্থা নেই ।
পাশাপাশি সুনামগঞ্জ মেডিকেলের কলেজ ও হাসপাতালের কাজ প্রায় শেষ হলেও সামান্য কাজের জন্য বার বার সময় চাওয়া হচ্ছে। যা শিক্ষার্থীদের জন্য ক্ষতিকর।
এই অবস্থায় নিরুপায় হয়ে বিপন্ন শিক্ষাজীবন রক্ষায় আন্দোলনে নেমেছে তারা। ওয়ার্ড ও হাসপাতাল চালু, পরিবহন ব্যবস্থাকরণ এবং সুনামগঞ্জ সদর হাসপাতালের প্রয়োজনীয় উন্নয়ন না হওয়া পর্যন্ত ক্লাস বর্জন ও আন্দোলন চলবে তাদের।