আজ (রোববার, ৩ আগস্ট) সকাল দশটা থেকে ঢাকা-পাবনা মহাসড়কে জেলার শাহজাদপুর উপজেলার বিসিক বাসষ্ট্যান্ড থেকে দিলরুবা বাসষ্ট্যান্ড পর্যন্ত অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচি চলাকালে বিক্ষুব্ধ শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, দীর্ঘ নয় বছর অতিবাহিত হলেও স্থায়ী ক্যাম্পাস পায়নি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। ভাড়া ভবনে কোন রকমে একাডেমিক ও প্রশাসনিক কর্মকাণ্ড চললেও বিশ্ববিদ্যালয়ের সুবিধা পাচ্ছে না শিক্ষার্থীরা। নেই কোন আবাসিক হল, খেলার মাঠ। শিক্ষা মন্ত্রণালয় থেকে ৫১৯ কোটি টাকা প্রকল্প অনুমোদন দেওয়া হলেও একনেকে ডিপিপি অনুমোদন দেওয়া হচ্ছে না।
এসময় অতিদ্রুত ডিপিপি অনুমোদন দিয়ে ক্যাম্পাস নির্মাণের কাজ শুরু করার দাবি জানান শিক্ষক-শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।
উল্লেখ্য, একনেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নির্মাণ প্রকল্পের ডিপিপি অনুমোদন ও কাজ শুরুর দাবিতে ২৭ জুলাই থেকে লাগাতার কর্মসূচি পালন করছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয়রা।