বগুড়ায় কোরবানির হাটে বাড়ছে পশু সরবরাহ; সন্তুষ্ট ক্রেতা

বগুড়া জেলার বড় পশুর হাট
কৃষি , মৎস্য ও প্রাণিসম্পদ
এখন জনপদে
0

কোরবানি ঈদের সময় ঘনিয়ে আসার সাথে বগুড়ার হাটগুলোতে বাড়ছে পশুর সরবরাহও। অনেক ক্রেতা ওজন করে গরু কেনার জন্য ছুটছেন খামারগুলোতে। গরুর লাইভ ওয়েট ধরা হচ্ছে সাড়ে ৪শ' থেকে ৫শ' কেজি দরে। কিছু কিছু খামার গরু বিক্রিতে বাড়তি সুবিধাও দিচ্ছে।

বগুড়ার দুঁপচাচিয়া উপজেলার ধাপেরহাট, জেলার বড় পশুর হাটে এবার পশুর সরবরাহ বেড়েছে কয়েকগুণ। দূর দূরান্ত থেকে হাটে এসেছেন ব্যাপারীরা। হাটবারে প্রায় শতাধিক পশুসহ ট্রাক যাচ্ছে ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ অন্যান্য জায়গায়। দাম নিয়ে সন্তুষ্ট বেশিরভাগ ক্রেতা-বিক্রেতা।

তবে বিক্রেতারা বলছেন, হাটের অবস্থা ভালো হলেও আশানুরূপ দাম পাচ্ছেন না তারা। গতবারের চেয়ে এবছর গরুর আমদানি বেশি এবং কেনাবেচা ও ভালো।

জেলায় খামারগুলোতে এবার চাহিদার তুলনায় বেশি পশু পালন হয়েছে। তবে পশুখাদ্যের দাম বাড়ায় এবার লাভ কম হতে পারে বলে শঙ্কা খামারিদের। ক্রেতা আকর্ষণে কোরবানির পশুর সাথে বিভিন্ন উপহারের ঘোষণা দিচ্ছেন অনেক খামারি।

খামারিরা জানান, খামার থেকে গরু ক্রয় করলে ক্রেতাদের বিশেষ কিছু সুবিধা দেয়া হচ্ছে। ঈদের দিন সকাল পর্যন্ত সরবরাহের ব্যবস্থা রয়েছে। তবে তারা বলেন, যেই দাম দিয়ে পশুর খাবার কিনেছেন তার থেকে আরেকটু কমে কিনতে পারলে তারা লাভবান হতেন।

প্রাণিসম্পদ বিভাগ বলছে, পশুদের জৈব খাবার, রোগবালাই চিহ্নিত করে ওষুধসহ খামারিদের দেয়া হচ্ছে বিভিন্ন সহায়তা। এছাড়া পশু কেনাবেচার উপর নজরদারির কথা জানান প্রাণিসম্পদ কর্মকর্তা।

বগুড়া জেলার প্রাণিসম্পদ কর্মকর্তা আনিছুর রহমান বলেন, ‘কেমিক্যাল ইউজ করছে এমন খামার বগুড়াতে নেই। আমরা নিয়মিত পর্যবেক্ষণ করছি। কাঁচা ঘাস বিক্রির বাজারগুলো ও আমরা পর্যবেক্ষণ করছি।’

উল্লেখ্য, বগুড়াতে এবার ৭ লাখ ৪৬ হাজার ৮৪২টি কোরবানির উপযোগী পশু রয়েছে।

ইএ