ব্রাহ্মণবাড়িয়ায় নিজ বাসা থেকে ট্রেনচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া
আখাউড়া থানা
এখন জনপদে
0

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিজ বাসা থেকে এনামুল হক (৪৭) নামে এক সহকারী ট্রেনচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল (বৃহস্পতিবার, ১৭ জুলাই) রাতে উপজেলা সদরের মসজিদপাড়া এলাকার একটি বাসা থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত এনামুল কুষ্টিয়ার মীরপুর উপজেলার বারুইপাড়া এলাকার লুৎফুর রহমানের ছেলে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন বলেন, ‘এনামুল হক মসজিদপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। গত কয়েকদিন ধরে তিনি বাসা থেকে বের হননি। বৃহস্পতিবার রাতে বাসার ভেতর থেকে দুর্গন্ধ বের হতে থকলে স্থানীয় বাসিন্দারা বিষয়টি পুলিশকে জানায়। পরে পুলিশ গিয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে এনামুলের মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।’

ওসি আরও জানান, ‘ধারণা করা যাচ্ছে চার থেকে পাঁচ দিন আগেই এনামুলের মৃত্যু হয়। তবে এটি আত্মহত্যা কি না- তা ময়না তদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে।’

এসএস