বৃষ্টি আর পাহাড়ি ঢলে বাড়ছে সুনামগঞ্জের নদ-নদীর পানি

সুনামগঞ্জ
সুনামগঞ্জে বিভিন্ন নদ-নদীর পানি বেড়েছে
পরিবেশ ও জলবায়ু , আবহাওয়ার খবর
এখন জনপদে
0

বৃষ্টি আর পাহাড়ি ঢলে বেড়েছে সুনামগঞ্জের নদনদী ও হাওরের পানি। টানা বৃষ্টিতে সুরমা যাদুকাটা কুশিয়ারা বৌলাইসহ বেড়েছে সবকটি নদীর পানি।

আজ (শুক্রবার, ৩০ মে) সকালে সুনামগঞ্জের সুরমা নদীর পানি বিপৎসীমার ১৯২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গেলো ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১১০ মিলিমিটার।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, ‘বৃষ্টি আর পাহাড়ি ঢলে নদীর পানি বাড়লেও তা এখনো বিপৎসীমার অনেক নীচে। সুনামগঞ্জ আগামী ২/৩ দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে বন্যার কোনো শঙ্কা নেই।’

এদিকে সুনামগঞ্জের জেলা প্রশাসক ডা. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, ‘বন্যা মোকাবিলায় সব ধরনের প্রস্তুতির পাশাপাশি বিভিন্ন উপজেলা সব আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখার নির্দেশনা দেয়া হয়েছে।’


এএইচ