আজ (শনিবার, ৩১ মে) বিকেলে এই তথ্য নিশ্চিত করেছেন দুর্গাপুর থানার ওসি মো. মাহমুদুল হাসান। এর আগে শুক্রবার (৩০ মে) দিবাগত রাতে উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের নলজোড়া এলাকা থেকে মদসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার পস্তারি গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন শাহিনুর (২৩) ও খোকন মিয়ার ছেলে মোস্তাকিম ফকির (২৪)।
পুলিশ জানায়, শুক্রবার দিবাগত মধ্যরাতে সীমান্ত সড়ক দিয়ে ভারতীয় মদ চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে কুল্লাগড়া ইউনিয়নের নলজোড়া এলাকায় পুলিশ অবস্থান নেয়। এই সময় শিবগঞ্জ থেকে ধোবাউড়াগামী একটি মাছের পিকআপে তল্লাশি চালায় পুলিশ।
পিকআপের পেছনে থাকা মাছের প্লাস্টিক ড্রামে পানিতে ডুবন্ত অবস্থায় ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ১৩০ বোতল মদসহ দুজনকে আটক করে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করে পুলিশ।
এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি মো. মাহমুদুল হাসান বলেন, 'গোপন সংবাদের ভিত্তিতে আমরা এই অভিযান পরিচালনা করি এবং আটক করতে সক্ষম হয়। আটককৃতদের আজ শনিবার বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।'
তিনি আরো বলেন, 'ঈদকে সামনে রেখে মাদক চোরাকারবারিরা সক্রিয় হয়ে উঠে এই বিষয়টি মাথায় রেখে আমাদের জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে নিয়মিত চেক পোস্টের তল্লাশিসহ অভিযান চালিয়ে যাচ্ছি। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।'