মানিকগঞ্জে ১০ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার

মানিকগঞ্জ
গাঁজাসহ কারবারি গ্রেপ্তার
অপরাধ
1

মানিকগঞ্জে ১০ কেজি গাঁজাসহ নূর মোহাম্মদ নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ (রোববার, ১ জুন) দুপুরে তাকে মাদক মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। আজ দুপুরে এ তথ্য নিশ্চিত করেন মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমান উল্লাহ।

গ্রেপ্তার নূর মোহাম্মদ জেলার সাটুরিয়া উপজেলার খুনিরটেক গ্রামের মো. নয়া মিয়ার ছেলে। এর আগে, শনিবার(৩১ মে) রাতে মানিকগঞ্জ সদর থানার পুলিশ উচুটিয়া এলাকার একটি ইলেকট্রিক দোকানের সামনে অভিযান পরিচালনা করে তাকে আটক করে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযানে নূর মোহাম্মদের কাছে থাকা একটি ট্রাভেল ব্যাগে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৭ লাখ টাকা।

এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমান উল্লাহ জানান, গ্রেপ্তারকৃত নূর মোহাম্মদ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে যুক্ত ছিল। তার বিরুদ্ধে মানিকগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আজ আদালতে পাঠানো হয়েছে।

সেজু