আটককৃতরা হলেন ঢাকার শিমরাইলের জয়নাল আবেদীনের পুত্র আমজাদ হোসেন, নারায়ণগঞ্জ নবাব সলিমুল্লাহ রোডের ইসমাইল মিঞার পুত্র আলী নেওয়াজ ভূঁইয়া ও যশোরের শার্শা ধলদাহ গ্রামের জোবেদ আলী মোল্লার পুত্র ফারুক হোসেন।
র্যাব-৬ যশোরের অধিনায়ক জানান, সকালে নিয়মিত টহল দল শার্শা উপজেলার নাভারন বাজার, সাতক্ষীরা মোড়ের মজিদ মার্কেটের নবাব বিরিয়ানি হাউজের সামনে মহাসড়কে প্রাইভেট কার তল্লাশি চালায়। এসময় সেখান থেকে ৪ হাজার ৯৫৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
এসময় এ কাজে নিয়োজিত থাকার অপরাধে ৩ জনকে আটক করা হয়। পরে জব্দকৃত আলামত ও আটককৃত প্রাইভেট কার এবং গ্রেপ্তারকৃত আসামিদের যশোর জেলার শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।