শাহজাদপুর থানার ওসি আসলাম আলী জানান, গত রবিবার (৮ জুন) বিকেলে দর্শনার্থী মো. শাহনেওয়াজ তার স্ত্রী ও ভাতিজাকে সাথে নিয়ে রবীন্দ্র কাছারি বাড়িতে ঘুরতে যায়।
এসময় দর্শনার্থীদের জন্য প্রবেশমূল্য নিয়ে টিকেট দিলেও মোটরসাইকেল পার্কিংয়ের জন্য টাকা নিয়েও কোনো টোকেন দেয়নি কর্তৃপক্ষ। এ নিয়ে শাহনেওয়াজের সাথে কাছারি বাড়ির নিরাপত্তাকর্মীদের কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।
এ ঘটনাকে কেন্দ্র করে আজ (মঙ্গলবার, ১০ জুন) বেলা ১২টার দিকে শাহজাদপুর প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বিক্ষুব্ধ জনতা। বিক্ষোভ মিছিলটি শাহজাদপুরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে রবীন্দ্র কাছারি বাড়ির মধ্যে ঢুকে পড়ে।
এসময় বিক্ষুব্ধ জনতা কাছারি বাড়ির কাস্টোডিয়ানের অফিস, লাইব্রেরি ও অডিটোরিয়ামের জানালা ও দরজা ভাঙচুর করে। সেইসাথে অডিটোরিয়াম, বিদ্যুৎ ও বাগান পরিচারক মো. সিরাজুল ইসলামকে মারধর করে।
খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন সহকারী কমিশনার (ভূমি) মো. মুশফিকুর রহমান। তিনি জানান, ঘটনার তদন্ত চলছে, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।