পুলিশ ও সেনাবাহিনীর মিডিয়া সেল জানায়, গতকাল (শুক্রবার, ২০ জুন) রাতে বাংলাদেশ সেনাবাহিনীর একটি টহলদল গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট এলাকায় একটি চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছিল।
এসময় ভ্যানে থাকা যাত্রীদের সন্দেহ হলে প্রথমে চারজনকে সন্দেহভাজন হিসেবে আটক করে তারা। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী অভিযান চালিয়ে আরও দুজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে খেলনা পিস্তল, ডাকাতি করার সরঞ্জাম উদ্ধার করে সেনাবাহিনী।
পরে তাদের জিজ্ঞাসাবাদে অস্ত্রের মুখে জিম্মি করে আটটি অটোরিকশা, ১২টি মোটরসাইকেল, নয়টি কোরবানির গরু ডাকাতি এবং চাঁদা না দেয়ায় ছয়টি পুকুরে বিষ প্রয়োগ করার কথা স্বীকার করে ডাকাত দল।