আটক রাসেল কসবা উপজেলার কল্যাণসাগর এলাকার বাসিন্দা। আজ (বুধবার, ২ জুলাই) বিকেলে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মো. এহতেশামুল হক।
তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানা পুলিশ ও ডিবি পুলিশের সমন্বয়ে গঠিত একটি দল রাতভর অভিযান চালায়। অভিযানে একটি মাইক্রোবাস তল্লাশি করে অবৈধভাবে আনা ১১ হাজার ৬০০টি মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৩২ লাখ টাকা।’
পুলিশ সুপার জানান, মাইক্রোবাসটি চালাচ্ছিলেন মো. রাসেল, যিনি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, এসব পণ্য অবৈধভাবে সীমান্ত পেরিয়ে দেশে আনা হয়েছিল।
তিনি আরও বলেন, ‘এই চক্রে আরও কারা জড়িত রয়েছে, তা শনাক্তে তদন্ত চলছে। শিগগিরই বাকি সদস্যদের গ্রেপ্তারে অভিযান চালানো হবে।’
এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।