ময়মনসিংহে ৩০২ বোতল ভারতীয় মদসহ প্রাইভেটকার জব্দ

জব্দকৃত মাদক
এখন জনপদে
অপরাধ
0

ময়মনসিংহের ঢাকা বাইপাস এলাকার শিকারীকান্দা থেকে বুধবার (১৬ জুলাই) বিকেলে ৩০২ বোতল ভারতীয় মদসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে ময়মনসিংহ কোতোয়ালি থানা পুলিশ। পুলিশ জানায়, গতকাল গোপন সূত্রের ভিত্তিতে জানতে পারে, ঢাকা ময়মনসিংহ রুটে গোপনে মাদক পাচার হচ্ছে। আজ (বৃহস্পতিবার, ১৭ জুলাই) বেলা ১২ টায় ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় জব্দকৃত মাদকের বিষয়ে এসব তথ্য জানানো হয়।

এরপরেই বিভিন্ন স্পটে চেকপোস্ট বসানো হয়। পরে দ্রুতগতিতে একটি সাদা প্রাইভেটকার চেকপোস্ট ক্রস করলে গাড়িটির পিছু নেয় পুলিশ। পরে শিকারীকান্দা এলাকায় প্রাইভেটকার পৌঁছানোর পর গাড়ি থামিয়ে দূত পালিয়ে যায় অপরাধীরা। এরপর সেখান থেকে মাদকসহ প্রাইভেটকারটি জব্দ করে পুলিশ।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মুহাম্মদ শিব্বির ইসলাম এখন টিভিকে জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতির ঠিক রাখতে সারা দেশে চিরুনি অভিযান পরিচালনা করছে আইনশৃঙ্খলা বাহিনী। মাদক এবং যেকোনো অপরাধীদের ধরতে চিরুনি অভিযান অব্যাহত থাকবে।

জব্দকৃত গাড়িতে একটি সরকারি অফিসের চালকের আইডি কার্ড ও মোবাইল পাওয়া যায়। এরইমধ্যে অপরাধী শনাক্ত করা গেছে এবং এই মাদক চোরাকারবারির সাথে আরো কারা কারা জড়িত তাদের ধরতে অনুসন্ধান চলছে।

সেজু