গোয়েন্দা পুলিশ জানায়, শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ধামরাইয়ের আমতলা এলাকায় অভিযান চালান ডিবি পুলিশের সদস্যরা। প্রায় ২ কিলোমিটার এলাকায় ধাওয়া দিয়ে ডাকাত দলের দুই সদস্যকে আটক করা হয়।
পুলিশ আরো জানায়, তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম ও একটি ট্রাক। তবে ডাকাত দলের অন্য সদস্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
আটক দুই ডাকাতের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আজ (রোববার, ২০ জুলাই) তাদের আদালতে পাঠানো হবে বলেও জানায় পুলিশ।