গত সোমবার (৪ আগস্ট) দিবাগত রাতে গিয়াসনগর ইউপির করিমনগরের ভূমি অফিস সংলগ্ন সামসুল ইসলামের গ্যারেজ থেকে তালা ভেঙে মোট চারটি সিএনজি চুরি করে নিয়ে যায়।
সিএনজি মালিকদের অভিযোগের ভিত্তিতে মৌলভীবাজার সদর থানার এসআই হিরণ কুমার বিশ্বাস, এসআই জয়ন্ত সরকার, এএসআই রানা মিয়া, এএসআই সাইদুর রহমানসহ একটি দল তদন্ত শুরু করে।
গতকাল (মঙ্গলবার, ৫ আগস্ট) সুনামগঞ্জ জেলার ছাতক থানার ছৈলা-আফজালাবাদ ইউনিয়নের রাধানগর-শিবপুর এলাকায় অভিযান চালিয়ে চুরি যাওয়া চারটি সিএনজি অটোরিকশার পাশাপাশি আরও দুইটি সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়।
ঘটনাস্থল থেকে আব্দুল কাইয়ুম (৪৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা অটোরিকশাগুলোর আনুমানিক মূল্য প্রায় ২২ লাখ টাকা।
মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান বলেন, ‘এই ঘটনায় বাদীর অভিযোগের প্রেক্ষিতে একটি মামলা রুজু করা হয়েছে। আমরা একজনকে গ্রেপ্তার করেছি। চোরচক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।’