আজ (শনিবার, ৯ আগস্ট) বিকেল আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৪, সিপিসি-৩ ও র্যাব-২, সিপিসি-১ এর একটি যৌথ দল রাজধানীর গ্রীনরোডের কাঞ্চন টাওয়ার এলাকায় অভিযান চালিয়ে মিলন সরকারকে গ্রেপ্তার করে।
আজ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৪, সিপিসি-৩ এর সহকারী পরিচালক হালিউজ্জামান। গ্রেপ্তার হওয়া মো. মিলন সরকার গাইবান্ধা জেলার সাঘাটা থানার রামনগর (হাটবাড়ী) গ্রামের নজরুল ইসলামের ছেলে।
র্যাব জানায়, ভিকটিম নাজমুল ইসলাম সিরাজগঞ্জের সলঙ্গা থানার বাসিন্দা ও পেশায় সবজি ব্যবসায়ী ছিলেন। ২০১৭ সালের ১০ আগস্ট নওগাঁর চকগৌরী হাট থেকে সবজি কিনে ঢাকায় বিক্রির উদ্দেশ্যে রওনা দেন তিনি।
পরদিন রাতে গাজীপুরের চন্দ্রা এলাকা থেকে অপহৃত হন এবং ৫০ হাজার টাকা মুক্তিপণ না দেওয়ায় অপহরণকারীরা তাকে হত্যা করে। ১২ আগস্ট সকালে সিরাজগঞ্জের সলঙ্গা থানাধীন রূপসী বাংলা হোটেলের পাশে একটি বটগাছের নিচে তার মরদেহ পাওয়া যায়।
ঘটনার পর নাজমুল ইসলামের বাবা বাদী হয়ে সলঙ্গা থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ সাতজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।
চলতি বছরের ২০ মে আদালত মামলার সাক্ষ্য প্রমাণ এবং যুক্তি তর্ক শেষে উপরোক্ত আসামিসহ আরো পাঁচজন আসামিকে মৃত্যুদণ্ডেু দণ্ডিত করে রায় প্রদান করেন।
র্যাব কর্মকর্তা হালিউজ্জামান বলেন, ‘ঘটনার পর থেকেই পলাতক ছিলেন মিলন সরকার। দীর্ঘদিন ছদ্মবেশে ঢাকায় আত্মগোপণে ছিলেন তিনি। অবশেষে গোয়েন্দা তৎপরতায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। তাকে ঢাকা মহানগরীর মোহাম্মদপর থানায় হস্তান্তর করা হয়েছে।’