তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন হবিগঞ্জ থেকে তুলা বোঝাই ট্রাকে মাদক দ্রব্য নিয়ে যমুনা সেতুর দিকে আসছে। পরে সোমবার রাতে কালিহাতির এলেঙ্গা থেকে তাদের মাদকসহ গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন:
এসময় ট্রাকে থাকা ৪৯ কেজি গাঁজা উদ্ধার ও তিন জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া একটি ট্রাক জব্দ করা হয়। এ ঘটনায় র্যাব বাদি হয়ে টাঙ্গাইল সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরে আসামিদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।