এরআগে, শুক্রবার সকালে গ্রেপ্তার ১৬ জনকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ও শাহবাগ থানার উপপরিদর্শক তৌফিক হাসান তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন– আব্দুল লতিফ সিদ্দিকী (৭৫), মো. আব্দুল্লাহ আল আমিন (৭৩), শেখ হাফিজুর রহমান কার্জন (৫৫), মঞ্জুরুল আলম (৪৯), কাজী এটিএম আনিসুর রহমান বুলবুল (৭২), গোলাম মোস্তফা (৮১), মো. মহিউল ইসলাম ওরফে বাবু (৬৪), মো. জাকির হোসেন (৭৪), মো. তৌছিফুল বারী খান (৭২), মো. আমির হোসেন সুমন (৩৭), মো. আল আমিন (৪০), মো. নাজমুল আহসান (৩৫), সৈয়দ শাহেদ হাসান (৩৬), মো. শফিকুল ইসলাম দেলোয়ার (৬৪), দেওয়ান মোহম্মদ আলী (৫০) ও মো. আব্দুল্লাহীল কাইয়ুম (৬১)।
এর আগে, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) প্রাঙ্গণ থেকে তাদের হেফাজতে নেয় পুলিশ। পরে জিজ্ঞাসাবাদের জন্য নেয়া হয় ডিবি কার্যালয়ে।
বৃহস্পতিবার সকাল ১০টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে ‘আমাদের মহান স্বাধীনতাযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকের আয়োজন করে ‘মঞ্চ ৭১’। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল গণফোরামের সাবেক সভাপতি ড. কামাল হোসেনের।
আরও পড়ুন:
বেলা ১১টার দিকে ‘জুলাই যোদ্ধা’ পরিচয়ে কয়েকজন অনুষ্ঠানস্থলে আসেন। তারা অনুষ্ঠানে আগতদের আওয়ামী লীগের নেতাকর্মী দাবি করে আটকে রাখেন। এসময় তাদের হামলায় কয়েকজন আহত ও জখম হয়েছেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লতিফ সিদ্দিকীসহ বাকিদের হেফাজতে নেয়।