টাঙ্গুয়ার হাওরের প্রশাসনের অভিযান, পর্যটকবাহী হাউসবোটকে জরিমানা

৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

সুনামগঞ্জ
জেলা প্রশাসনের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল
এখন জনপদে
অপরাধ
0

নির্দেশনা না মানায় সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন। এসময় তিনটি হাউসবোটকে ১৫শ' টাকা জরিমানা ও অবৈধ ভাবে মাছ শিকার করায় ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে তাহিরপুর উপজেলা প্রশাসন।

আজ (শনিবার, ৩০ আগস্ট) সন্ধ্যায় টাঙ্গুয়ার হাওরের অবৈধ কারেন্ট জাল ও হাউসবোট গুলোকে জরিমানা করেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মেহেদী হাসান মানিক।

তাহিরপুর উপজেলা প্রশাসনের তথ্যমতে, চলতি বছর সুনামগঞ্জের সৌন্দর্যময় টাঙ্গুয়ার হাওরে অন্যান্য বছর থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সবচেয়ে বেশি পর্যটক আসতে শুরু করে। এতে অবাধে পর্যটকদের নিয়ে হাওরে হাউসবোট চলাচল শুরু করলে হুমকিতে পড়ে হাওরের জীব বৈচিত্র্য।

আরও পড়ুন:

পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে হাউসবোট ও পর্যটকদের জন্য ১২ নির্দেশনা জারি করা হলে সেটি কেউ না মানায় আজকে বিকালে উপজেলা প্রশাসন হাওরে মোবাইল কোর্ট পরিচালনা করে।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান মানিক বলেন, ‘জেলা প্রশাসনের ১২ নির্দেশনা অমান্য করে পর্যটকবাহী হাউসবোট হাওরে অবাধে চলাচল করলে ৩টি হাউসবোটকে জরিমানা করা হয়। এছাড়াও হাওরের বিশেষ সংরক্ষিত এলাকায় অবৈধ ভাবে মাছ শিকার করায় ৮ হাজার মিটার কারেন্ট জাল ও ২টি নৌকাসহ ৩ জনকে আটক করা হয়।’

এসময় অভিযানে উপস্থিত ছিলেন তাহিরপুর সহকারী কমিশনার (ভূমি) মো. শাহরুখ আলম শান্তনু, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দেলোয়ার হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুর রহমান।

এএইচ