অভিযানে নওয়াবেঁকী বাজারসংলগ্ন নদীর চর দখল করে নির্মিত তিনটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মুরগি বাজার এলাকার চর দখল করে নির্মিত ২০টি স্থাপনার মালিককে মোট তিন লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন, ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মোহাম্মদ আলী, নওয়াবেঁকী বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক মনিরুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তা।
আরও পড়ুন:
ইউএনও মোছা. রনী খাতুন বলেন, ‘সুন্দরবনসংলগ্ন এই জনপদের জীববৈচিত্র্য রক্ষায় নদী দখল বন্ধ করতে হবে। এরইমধ্যে বড়কুপোট এলাকায় খোলপেটুয়া নদী দখলমুক্ত করা হয়েছে। সামনের দিনগুলোতেও অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’
তিনি আরও জানান, নদী দখল করে ব্যবসা পরিচালনাকারী ২০টি স্থাপনার মালিককে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।