নারায়ণগঞ্জে সাংবাদিক মারধরের ঘটনায় মামলা দায়ের

নারায়ণগঞ্জ
হামলায় শিকার সংবাদকর্মী
এখন জনপদে
অপরাধ
2

নারায়ণগঞ্জের সদর উপজেলার ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। জাগো নিউজের সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি মো. আকাশ খান বাদী হয়ে আজ (বৃহস্পতিবার, ৬ নভেম্বর) সকালে ফতুল্লা থানায় মামলাটি দায়ের করেন।

হামলায় আহতরা হলেন অনলাইন পোর্টাল জাগো নিউজের সিদ্ধিরগঞ্জ থানা প্রতিনিধি মো. আকাশ নিউজ নারায়ণগঞ্জের ক্যামেরাম্যান আব্দুল্লাহ্ মামুন ও আয়াজ হোসেন।

মামলায় আসামি করা হয়েছে মূল হামলাকারী শাহাদাত (৬০) ও সায়েদাবাদী শহীদ (৫৫)। এছাড়া মামলায় ১০ থেকে ১২ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। জানা যায়, শাহাদাত নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আতাই রাব্বির বাবা।

আরও পড়ুন:

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, ‘সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। এতে দুজনকে এজাহার নামীয় আসামি করা হয়েছে। মূল আসামিকে ঘটনার সঙ্গে সঙ্গেই গ্রেপ্তার করা হয়েছে।’

উল্লেখ্য নারায়ণগঞ্জের একটি অনলাইন পোর্টাল ও জাগো নিউজের সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিসহ তিন সংবাদকর্মীকে আটকে মারধর করা হয়। গতকাল (বুধবার, ৫ নভেম্বর) বিকেলে ফতুল্লার গিরিধারায় এ ঘটনা ঘটে। এসময় হামলা চালিয়ে ক্যামেরা ও মুঠোফোন ভাঙচুর করা হয়।

এসএস