জামালপুরে র‍্যাব সদস্যের স্ত্রীকে হত্যা, স্বর্ণালঙ্কার চুরি

জামালপুর
র‍্যাব সদস্যের স্ত্রীকে হত্যার ঘটনায় ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়
এখন জনপদে
অপরাধ
1

জামালপুরের সরিষাবাড়িতে র‍্যাব সদস্যের স্ত্রীকে হত্যা ও স্বর্ণালঙ্কার চুরির ঘটনা ঘটেছে। গতকাল (বুধবার, ১০ ডিসেম্বর) গভীর রাতে পৌরসভার গণময়দান এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত লিপি আক্তার ওই এলাকার মহর আলীর স্ত্রী। মহর আলী রাজধানীর মোহাম্মদপুর বসিলা র‍্যাব-২ এ এসআই পদে কর্মরত আছেন বলে জানা যায়।

আরও পড়ুন:

সরিষাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাচ্চু মিয়া জানান, রাত আনুমানিক ১টা থেকে ৪টার মধ্যে জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে চোর। কিন্তু বিষয়টি টের পেয়ে যায় লিপি আক্তার। চোরকে চিনে ফেলায় লিপি আক্তারকে শ্বাসরোধ করে হত্যা করে স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায় সেই চোর।

পুলিশ জানায়, মরদেহের প্রাথমিক সুরতহাল শেষ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় দোষীদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ।

এসএইচ